পূর্বাচলের লেকপাড় থেকে পলিথিন মোড়ানো টুকরো টুকরো করা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১৩ নভেম্বর) সকালে স্থানীয় পথচারীরা লেকপাড়ে পলিথিন মোড়ানো বিচ্ছিন্ন মরদেহ দেখতে পেয়ে রূপগঞ্জ থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ টুকরো দেহাবশেষ উদ্ধার করেন।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকটুকরো পলিথিনে মোড়ানো মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। এখন পর্যন্ত তার পরিচয় সনাক্ত হয়নি। ধারনা করা হচ্ছে গত ২/৩ দিন পূর্বে তাকে হত্যা করে ৩শ ফুট সড়কের পাশের লেকে ফেলে দেয়া হয়েছিল। খন্ড খন্ড দেহাবশেষ পঁচন ধরে গেছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়াসহ তদন্ত চলমান।
কেকে/এজে