রংপুরে সাধারণ শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত আলোচনা ও তারেক রহমানের রাষ্ট্র মেরামতে ৩১ দফার বই ও ধানের শীষ সম্বলিত লিফলেট বিতরণ করেছে জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে তারাগঞ্জ উপজেলার ওয়াকফ এস্টেট কামিল মাদ্রাসা, বিএম কলেজে এ উন্মুক্ত আলোচনা করেন নেতৃবৃন্দ।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এম এম মুসা, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ আদনান, যুগ্ম-সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম খান,রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক শরিফ নেওয়াজ জোহা,যুগ্ম আহ্বায়ক মো. আকাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পাস গুলোতে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের সাথে এ উন্মুক্ত আলোচনা করছে ছাত্রদল।
কেকে/এইচএস