সোমবার, ৩১ মার্চ ২০২৫,
১৭ চৈত্র ১৪৩১
বাংলা English

সোমবার, ৩১ মার্চ ২০২৫
শিরোনাম: চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার      দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চরমোনাই পীর      ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল      অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা      ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      
রাজনীতি
ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু অপপ্রচারে লিপ্ত: খেলাফত মজলিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৪:২৯ পিএম  (ভিজিটর : ১২৪)
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক সভা। ছবি: খোলা কাগজ

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক সভা। ছবি: খোলা কাগজ

ভারতীয় মিডিয়ায় বাংলাদেশবিরোধী ধারাবাহিক অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক সভায় খেলাফত মজলিসের নেতারা বলেন, ‘ভারতীয় কিছু মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুগুলোকে রঙ মাখিয়ে আরও ফলাও করে অপপ্রচারে লিপ্ত রয়েছে।

বিশেষ করে সংখ্যালঘু ইস্যুতে তারা মিথ্যা ও প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতায় লিপ্ত। বাংলাদেশের ভৌগোলিক স্ট্র্যাটেজিকেল কিছু ভূখণ্ড দখলেরও উসকানি দিচ্ছে। আমরা ভারতীয় মিডিয়ার এমন অপতৎপরতার তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই অপতৎপরতার বিরুদ্ধে ভারত সরকারের কাছে জবাব চাইতে হবে এবং এসব বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে।’

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খেলাফত মজলিস থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, ‘সম্প্রতি সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের ক্ষেত্রে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা পরিপন্থি হওয়ায় বর্তমানে বিতর্ক সৃষ্টি হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিগত ১৫ বছরে সুবিধাভোগীরা বিপ্লবী চেতনাধারী হতে পারে না। ছাত্র-জনতা বিপ্লোবত্তর এই সরকারকে নিরংকুশ সমর্থন দিয়েছিল বিপ্লবী চেতনা রক্ষা করবে বলে। যেখানে পুরো রাষ্ট্র কাঠামো থেকে স্বৈরতন্ত্র ও অবিচার মূলোৎপাটনের সংস্কার হবে সেখানে বিপ্লব বেহাত হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হচ্ছে তা মেনে নেওয়া যায় না।’

খেলাফত মজলিসের নেতারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র এখনো চলছে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নানা অপচেষ্টায় লিপ্ত। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ছাত্র-জনতার ঐক্য বিনষ্ট হতে দেওয়া যাবে না। সরকারকে অবশ্যই বিপ্লবের অংশীজনের মতামত নিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিয়োগে সচেতন হতে হবে। বিতর্কিতদের অপসারণ করতে হবে। সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধ রক্ষা ও সংশ্লিষ্ট পদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হলে কোনো বিতর্ক থাকার কথা নয়। বৈঠকে দাবি করা হয়, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে সকল সংস্কার কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, মো. জহিরুল ইসলাম, অ্যাডভোকেট শাইখুল ইসলাম, আলহাজ আমিনুর রহমান ফিরোজ, অধ্যাপক মাওলানা আজীজুল হক, হাজী নূর হোসেন, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, মাওলানা নুরুল হক, মো. আবুল হোসেন, মাওলানা মুহাম্মদ আজীজুল হক প্রমুখ।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  খেলাফত মজলিস  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়াল, ৭ দিনের জাতীয় শোক
আমরা দেশে শান্তি চাই, কারো ভয়ে যাতে ভীত হতে না হয়: প্রধান উপদেষ্টা
ভারতে ঈদের নামাজ আদায়কারীদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা
কালাইয়ে প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
নীলফামারীতে উৎসবমুখর ঈদুল ফিতর উদযাপিত

সর্বাধিক পঠিত

শৈশবের ঈদ বনাম আধুনিক ঈদ
ঈদের কেনাকাটার আনন্দে নতুন জুটি, আসছে ‘ঈদ শপিং’
নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ জনের কারাদণ্ড
মাদক সেবীদের পক্ষ নিয়ে সাংবাদিক পেটালেন যুবদল নেতা গেন্দা
ভোলায় বাবাকে খুন করে পালিয়েছে ছেলে

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close