প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১২:০২ পিএম (ভিজিটর : ১৪৪)
পারিশ্রমিকের দিক দিয়ে দীপিকা পাড়ুকোনকে পেছনে ফেলেছেন কিয়ারা আদভানি। বিয়ের পর যেন কিয়ারার ক্যারিয়ার তুঙ্গে। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। বহুল আলোচিত ‘ডন ৩’ সিনেমায় অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছেন কিয়ারা।
জানা গেছে, চড়া পারিশ্রমিক হাঁকিয়েছেন এই অভিনেত্রী। সূত্র বলছে, ‘ডন ৩’ সিনেমার জন্য ১৩ কোটি রুপি নিচ্ছেন কিয়ারা! শোনা যাচ্ছে, ‘ওয়ার ২’ সিনেমার পারিশ্রমিক থেকেও নাকি বেশি চেয়েছেন ‘ডন’-এ অভিনয়ের জন্য। ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ সিনেমা নিয়ে বলিউডে বেশ আলোচনা চলছে। রণবীর সিংয়ের ডন ৩ সিনেমায় নাকি আগের দুই সিনেমার থেকে বড় চমক থাকছে। আপাতত সিনেমার কাস্টিং চলছে। চলতি বছরের আগস্ট থেকে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। ২০২৩ সালের আগস্টে ফার্স্ট ‘ডন’ লুকে দেখা দিয়েছিলেন রণবীর সিং। নেটিজেনদের অনেকেই ডনের চরিত্রে এই অভিনেতাকে মেনে নিতে পারেননি।