বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মু. রেজাউল করিম রাজধানীর মগবাজারের আমবাগান চল্লিশঘর বস্তিতে মহিষের গুঁতায় আহতদের খোঁজ খবর নেন ও চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মগবাজারের আমবাগান চল্লিশঘর বস্তিতে তিনি আহতদের খোঁজ খবর নেন ও চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- মহানগরি উত্তরের কর্মপরিষদ সদস্য, প্রচার মিডিয়া সম্পাদক ও ৩৫নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মু. আতাউর রহমান সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হাতিরঝিল থানা পশ্চিমের আমির মু. ইউছুফ আলী মোল্লা, থানা সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদ।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর রাতে মগবাজারের চল্লিশঘর বস্তিতে মহিষের শিংয়ের গুতায় সাথী(৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন- রনি, তার স্ত্রী নাদিয়া, শামছু, মজিবর রহমান, উজ্জল ও আখি আক্তার। আহত ব্যক্তিদের রাত সোয়া আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহত শামছুর রহমান এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
কেকে/এজে