লোহাগাড়ায় কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের পূর্নবাসন প্রকল্প কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
চলামান কর্মসূচীর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলা কৃষি অফিস চত্বরে কলাউজান ইউনিয়নের ৪০ জন কৃষকদের মধ্যে প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি সার ও বীজের মধ্যে সরিষা, ফেলন, পেঁয়াজ, গম, মুগডাল ও ভুট্টা প্রভৃতি রবি প্রনোদনা হিসেবে বিতরণ করা হয়েছে।
ইতোমধ্যে প্রায় ৯ হাজার ৪ শত ৬০ জন কৃষকের মাঝে প্রনোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়েছে। তন্মধ্যে রবি প্রনোদনা ৪শত ৭০ জন, উফশী সবজি পূর্নবাসন ৫শত জন, হাইব্রিড সবজি পূর্নবাসন ১ হাজার ৫শত জন, উফশী বোরোধান পূর্নবাসন ৩ হাজার ৭শত ৯০ জন, হাইব্রিড বোরোধান পূর্নবাসন ৩ হাজার ২শত জন উপকৃত হয়েছেন।
কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফসার মো. ইনামুল হাছান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম ও কৃষি অধিদপ্তরের উপ-পরিদর্শক আনিছুর রহমান প্রমুখ।
কেকে/এমআই