বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসি) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ৪০ ভোট বেশী পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. জিয়াউল হুদা শিপন।
ইউসিসির নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছেন, কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়ন ও কসবা পৌরসভার আওতাধীন ৩১০টি নিবন্ধিত সমবায় সমিতিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও ভোটার সনাক্ত হয়েছেন ২৫৮টি। তার মধ্যে ভোট পড়েছে ২৪৭টি, ভোট বাতিল হয়েছে সাতটি।
চেয়ারম্যান পদে কসবা উপজেলা যুবদলের সদস্য সচিব ও কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. জিয়াউল হুদা শিপন চেয়ার প্রতীক নিয়ে ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বি কসবা পৌর বিএনপির সদস্য সচিব মো. আইয়ুম খান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৮২ ভোট। হরিণ প্রতীক নিয়ে সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার এস.এম কামরুজ্জামান শিবলী পেয়েছেন ৩৬ ভোট।
তাছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেযারম্যান নির্বাচিত হয়েছেন মো. তবিবুর রহমান জীবন, পরিচালক পদে মো. তাজুল ইসলাম ও রাহেলা বেগম।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।
কেকে/এমআই