দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান উপদেষ্টা পরিষদ বাংলাদেশের এলিট শ্রেণির জন্য। এই উপদেষ্টা পরিষদ দেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে না।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে রংপুরের হাজিরহাটে দৈনিক খোলা কাগজের ছাপাখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৬ বছর যারা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, বর্তমান সরকারে তাদের প্রতিনিধিত্ব অত্যন্ত কম। একইসঙ্গে যারা উপদেষ্টা পরিষদে এসেছেন, তাদের বেশিরভাগই সুযোগসন্ধানী; যাদের মধ্যে অনেকে বিগত সরকারের আমলে আনন্দে ছিলেন।
এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বেশি করে সংস্কারে মনোযোগী হওয়ায় রাষ্ট্র পরিচালনায় তাদের ভুল হচ্ছে। সরকারের উচিত, আগে রাষ্ট্র পরিচালনায় মনোযোগ দেওয়া; পরে সংস্কার করা।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, এ্যাব সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, খোলা কাগজের সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী আহসান হাবীব লেলিন, রংপুর পুলিশ সুপার শরিফ উদ্দিন, নীলসাগর গ্রুপের নির্বাহী পরিচালক আরমান হাবিব, খোলা কাগজের পরিচালক আহাদুজ্জামান বাতেন, ফাইন্যান্স ডিরেক্টর মাহাবুব আলম মানিক, খোলা কাগজের নির্বাহী সম্পাদক মনির হোসেনসহ রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
খোলা কাগজের ছাপাখানা পরিদর্শন শেষে জুমার নামাজের পর পীরগঞ্জে শহিদ আবু সাইদের কবর জিয়ারত করেন মাহমুদুর রহমান। সেখানে শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি।
এসময় উপস্থিত স্থানীয় গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর নাম পরিবর্তন করে শহিদ আবু সাঈদ সেতু নামকরণ করা উচিত।
কেকে/এজে