টস জিতেছে বাংলাদেশ, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১২:০৬ পিএম আপডেট: ০৮.০৩.২০২৪ ১২:৪৬ পিএম (ভিজিটর : ৭৩)
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।
বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাঁচামরার লড়াইয়ে টস জিতে নাজমুল হোসেন শান্ত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রায় অসাধ্য সাধন করে ফেলেছিল বাংলাদেশ। জাকের আলির ব্যাটে চড়ে জয়ের খুব কাছে চলে এসেছিল। তবে শেষ বলে এসে ৩ রানে হারতে হয় টাইগারদের।
এদিকে বিশ্বকাপের পর ঘরের মাঠে তিনটি ও বিদেশের মাটিতে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। শুরুটা বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে দিয়ে। সেই সিরিজে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে হোয়াইটওয়াশ করে টাইগাররা। পরে আয়ারল্যান্ড সিরিজও ২-১ ব্যবধানে জিতে নেয়। গত বছর আফগানিস্তানের বিপক্ষেও ২-০ ব্যবধানে জয় পায় টাইগাররা। এরপর চলতি বছরের শুরুতে পায় বড় সাফল্য। নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে ড্র করে দেশে ফেরে বাংলাদেশ। ফলে ‘অপরাজিত’ তকমা ধরে রাখতে এবার কঠিন চ্যালেঞ্জ টাইগারদের সামনে।