চট্টগ্রামের লোহাগাড়ায় দেশিয় তৈরী চোলাইমদ, গাঁজা ও দেশিয় অস্ত্রসহ ২ মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কলাউজান রাবার ড্যাম হিন্দু পাড়া এলাকা এবং আমিরাবাদ ইউনিয়নের হাঁছির পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
লোহাগাড়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই মো. মাসুদ আলম। আটককৃতদের কাছ থেকে ১২০ লিটার চোলাইমদ, ৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ছোট-বড় মিলিয়ে ১০টি চাকু-চাপাতি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার কলাউজান রাবার ড্যাম হিন্দু পাড়ার বিমুল দাশের ছেলে টিস্যু দাশ (৪৮) এবং আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাঁছির পাড়া এলাকার নুরুল কবিরের ছেলে দুলা মিয়া (৫০)।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চাকু-চাপাতিসহ আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লোহাগাড়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদ, গাঁজা ও দেশিয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বড় ছোট মিলে ১০টি চাকু-চাপাতি উদ্ধার করা হয়। আটককৃতরা সবাই ওই এলাকার মাদক ব্যবসায়ী।
এ প্রসঙ্গে লোহাগাড়া থানার ডিউটি অফিসার শরীফ মুহাম্মদ ইকরামুল হক জানান, অভিযানে চোলাইমদ, গাঁজা, দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এমআই