প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১২:০৬ পিএম (ভিজিটর : ৬৪)
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ মানেই কেনো দুই দলের সমর্থকদের মাঝে বাড়তি উত্তেজনা বিরাজ করে, তা যেন আরও একবার প্রমাণ করে দিল দুই দল। শ্রীলঙ্কার দেওয়া ২০৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০৩ রানে থেমেছে টাইগাররা। ৩ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল লঙ্কানরা।
২০৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা যেমন করা প্রয়োজন করা ছিল, তেমনটা করতে পারেনি বাংলাদেশ। অ্যাঞ্জেলো ম্যাথুসের করা প্রথম ওভারের তৃতীয় বলে প্যাভিলিয়নে ফেরেন লিটন কুমার দাশ। ডানহাতি এ ব্যাটার স্কোরবোর্ডে কোন রান যোগ করতে পারেননি। আরেক ওপেনার দারুণ দুইটি বাউন্ডারি মেরে ভাল কিছুর ইঙ্গিত দিলেও ১১ বলে ১২ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ফিরেছেন দ্রুত।
তবে বাংলাদেশকে ম্যাচে রেখেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক জুটি। দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমেই ফিফটির দেখা পেয়েছেন রিয়াদ। ২৭ বলে অর্ধশতক পূণ করেন ডানহাতি এ ব্যাটার। ফিফটি করার পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। মাহিশ থিকসানার বলে আভিষ্কা ফার্নান্দোর হাতে ধরা পরার আগে ৩১ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫৪ রান।
দেড় বছর পর টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেই ফিফটি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিপিএলে দারুণ পারফর্ম করা জাকের ২৫ বলে ফিফটি পূর্ণ করেন। ডানহাতি এ ব্যাটার বাংলাদেশকে জয়ের স্বপ্নই দেখাচ্ছিলেন কিন্তু শেষ ওভারে ১২ রানের সমীকরণ মেলাতে পারেননি তিনি। শানাকার করা ২০তম ওভারের তৃতীয় বলে আউট হওয়ার আগে খেলে ৩৪ বলে ৬ ছক্কায় ৬৮ রানের দুর্দান্ত ইনিংস।
শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস, বিনুরা ফার্নান্দো ও দাসুন শানাকা।
টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়কের লক্ষ্যটা পরিস্কার, লঙ্কানদের যতটা সম্ভব কম রানে আটকে রাখা। সেই লক্ষ্যে টাইগার অধিনায়কের প্রধান অস্ত্র শরীফুল ইসলাম প্রথম ওভারেই এনে দিয়েছেন সফলতা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেটের পেছনে আভিষ্কা ফার্নান্দোকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন।
তাসকিন আহমেদ পাওয়ারপ্লেতে উইকেট নিতে না পারলেও সুইং দিয়ে শ্রীলঙ্কান ব্যাটারদের দারুণ পরীক্ষা নিয়েছেন। তবে শেখ মাহেদী হাসান নতুন বলে তেমন কিছু করতে পারেননি। ১ ওভারে খরচ করেছেন ১১ রান। প্রথম উইকেট হারানোর পর ইনিংস মেরামতের দিকে নজর দিয়েছিলেন কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। কামিন্দুকে ফিরিয়ে ৩৩ রানের জুটি ভাঙেন তাসকিন।
কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা পেয়েছেন ফিফটির দেখা। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন কুশল। ২৮ বলে পেয়ে যান অর্ধশতকের দেখা। রিশাদ আহমেদের বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দেওয়ার আগে ৩৬ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৯ রান করেন ডানহাতি এ ব্যাটার।
দারুণ ব্যাটিং করেছেন সাদিরা সামারাবিক্রমা। শুরুতে শরীফুল-তাসকিনদের দেখেশুনে খেলেছেন তিনি। এরপর সময় যত গড়িয়েছে ততই আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছেন। ৪৩ বলে ফিফটি পূর্ণ করেন তিনি।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।