চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান বলেছেন, লোহাগাড়া উপজেলাকে অপরাধমুক্ত মডেল উপজেলায় উন্নীত করতে আমি অঙ্গীকারবদ্ধ।
শনিবার (১৬ নভেম্বর) লোহাগাড়া উপজেলায় একান্ত সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ২০২৩ সালের ১৪ নভেম্বর যোগদানের পর থেকে আমি অতি আন্তরিকতার সাথে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি, অবৈধ খলমুক্ত, পাহাড় নিধন ও অবৈধ বালু উত্তোলন বন্ধকরণ, ট্রাকযোগে অবৈধভাবে সিএনজি গ্যাস বিক্রয় বন্ধ, বটতলী শহর অবৈধ দখলমুক্তকরণ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের খেলার মাঠ সংষ্কার, উপজেলা পরিষদ ভবন চত্বর সংষ্কারকরণ, যৌতুক ও বাল্য বিবাহ বন্ধ, বাজার মনিটরিং, মোবাইল কোট পরিচালনা, ইভটিজিং ও মাদক প্রতিরোধসহ সকল অপরাধ নির্মূলে আমি স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালন করে যাচ্ছি।
তিনি বলেন, বিগত এক বছরে উপজেলায় পাহাড় ও কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে ৫৩টি মামলায় সাড়ে ৪৪ লক্ষ টাকা জরিমানা আদায় এবং অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি করে প্রায় দেড় কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে উপজেলা পরিষদ ও উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের স্থলে প্রাশাসকের দায়িত্বভার গ্রহণ এবং উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদরাসা ও কলেজের সার্বিক পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে দায়িত্ব পালন করে যাচ্ছি। এছাড়া উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সরকারি কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে স্বেচ্ছাসেবী কমিটি, শিক্ষা কমিটি, বাজার মনিটরিং কমিটি গঠন করে স্থানীয় জনগণের মাঝে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করেছি। তাই আমি সমগ্র লোহাগাড়াবাসীকে সাথে নিয়ে এই উপজেলাকে একটি অপরাধমুক্ত মডেল উপজেলায় উন্নীত করার জন্য অঙ্গীকারবদ্ধ।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান বলেন, সরকারের একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ইউএনও মোহাম্ম ইনামুল হাছান অসাধারণ একজন প্রশাসক। তাঁর যাবতীয় কর্মকান্ডে স্বচ্ছতা রয়েছে।
লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির আহবায়ক কাজী নুরুল আলম চৌধুরী বলেন, গত ২৪ অক্টোবর লোহাগাড়া শহর উন্নয়ন কমিটি গঠিত হওয়ার পর থেকে শহর উন্নয়নে, যানজট নিরাসনে ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছেন বর্তমান উপজেলা ইউএনও।
ছাত্র আন্দোলনের অন্যতম নেতা লোহাগাড়া উপজেলার তামিম মির্জা বলেন, যোগদানের পর থেকে লোহাগাড়া উপজেলা প্রশাসনে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও মোহাম্ম ইনামুল হাছান। তিনি এক বছরের মধ্যেই তাঁর কর্মদক্ষতার মাধ্যমে উপজেলার সকল শ্রেণীর মানুষের মাঝে প্রিয় প্রশাসক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
কেকে/এমআই