শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: অন্তর্বর্তী সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে পারছে না: সাইফুল হক      ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশা      থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি ক্লোজড      টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার      দায়িত্ব ভাগাভাগি-সমতার মাধ্যমে উন্নত বিশ্ব গড়া সম্ভব: রিজওয়ানা হাসান      কেউই যেন বঞ্চিত না থাকেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি: আদিলুর      ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ. লীগ: মির্জা ফখরুল      
প্রিয় ক্যাম্পাস
বেরোবির মসজিদ নির্মাণে পাথরের বদলে খোয়া!
বেরোবি প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৫:৫৪ পিএম  (ভিজিটর : ৯৮)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণে পাথর দিয়ে ঢালাইয়ের কথা থাকলেও  পাথরের বদলে ইটের খোয়ার ব্যবহারের অভিযোগ উঠেছে। 

সরজমিনে গিয়ে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের  কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয়  তলার ছাদ নির্মাণে পাথরের ব্যবহার করার কথা থাকলেও ইট দিয়ে ঢালাই করা হয়। দ্বিতীয় তলার ঢালাইকৃত ছাদের  বিভিন্ন অংশ দিয়ে টোপে টোপে পানি পড়তে দেখা যায়।

এই বিষয়ে  বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের  সহকারী প্রকৌশল মো:শাহরিয়ার আকিফ বলেন,পাথরের পরিবর্তে খোয়ার ঢালাইয়ের  অভিযোগ আমরা শুনেছি কিন্তু ওই কাজের বিল এখনো দেওয়া হয়নি কিন্তু  বিল তো আমরা পাথরের দিবো না বিল তো আমরা খোয়ার দিবো। তাছাড়া ভবনটি নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা খোয়া দিয়ে করা। খোয়া দিয়ে উঠে আসা ভবনের উপর পাথরের লোড চাপানোর কোন মানে হয় না। যা আছে সেটা ম্যানেজ করে আমরা তখন খোয়া দিয়ে কাজ করি। এই ভবন নির্মাণ করা হয়েছিলো ২০১২ বা  ২০১০ এর দিকে সেসময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যারা আছেন ওনারা এটার কাজ করেন তাদের ও তো ইন্জিনিয়ার ছিল তারা নিশ্চয়ই লোড অ্যানালাইসিস না করেতো নিশ্চয়ই ভবনটা করেনি। এই ব্যাখ্যাটা তারা বলতে পারবে। এই খোয়াটা আসলে আগের কাজের কম্বিনেশন  নিচের খোয়ার ভবন আছে আপনি  উপরে পাথর দিয়ে শুরু করার কোন মানে হয়না। দু একটা সমস্যা আমরা শুনতেছি আমরা যাবো দেখবো এবং সমাধান করার চেষ্টা করবো। 

মসজিদের কাজের বিষয়ে মসজিদের ঠিকাদার রানা বলেন,ঢালাইয়ের পাথর ব্যবহার করা হয়নি কেনো এই প্রসঙ্গে তিনি বলেন,ফাউন্ডেশন খোয়া দেওয়া ছিল তাই আমরা পাথর দিয়ে ঢালাইয়ের কথা থাকলেও আমরা খোয়া দিয়ে ঢালাই করি।  আমরা ভালো মানের খোয়া ব্যবহার করি।  

ভবন নির্মাণের সময়সীমার কথা বলা হলে তিনি বলেন আমার সঠিক তারিখ মনে আসছেনা। কাজের বিলের কথা জিজ্ঞেস করলে ঠিকাদার বলেন আমাকে চল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে বাকি টাকা এখনো দেওয়া হয়নি। ভবনের নির্মাণের কাজের ত্রুটির বিষয়ে বলেন,আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি ভালো করে করার কিন্তু কাজের মিস্ত্রির অসচেতনতার কারণে ভবনে কিছু সমস্যা দেখা দিয়েছে যা আমরা সমাধান করে দিবো। এবং একটা ভিমে সঠিকভাবে ব্রাইবেটর করা হয়নি যার কারণে উক্ত সমস্যার সৃষ্টি হয়েছে।

মসজিদ কমিটির নতুন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো:ফেরদৌস রহমান বলেন,  আমি বিষয় টি শুনেছি বাকিটা সরেজমিনে গিয়ে দেখবো এবং ইন্জিনিয়ার দ্বারা আরও পরীক্ষা করবো।কারণ মসজিদ বিষয়ে দুর্নীতি করলে কোনো ছাড় হবে না।এর আগেও  মসজিদে একজন  গম চুরি করেছিলো সে কারণে তার চাকরি চলে গেছে।

কেকে/এইচএস
আরও সংবাদ   বিষয়:  বেরোবি   মসজিদ নির্মাণ   অনিয়ম   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী অভিযান
শুরু হলো আইটিইটি ক্রিকেট টুর্নামেন্টের আসর
দহগ্রাম সীমান্তে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ
সাদ পন্থিদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
দশমিনায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্ধোধন

সর্বাধিক পঠিত

জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
শাবিপ্রবির চট্টগ্রাম ফোরামের সভাপতি ধ্রুব, সম্পাদক শান
ক্যান্সারে পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নুর আলম
দৈনিক খোলা কাগজে সংবাদ প্রকাশ, সড়কে বাতি লাগানো শুরু
কাউনিয়ায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝