রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের আয়োজনে রবিবার সকালে থানা প্রাঙ্গণে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ তরিকুল ইসলাম। থানার ওসি আল এমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুরের সহকারী পুলিশ সুপার (এ সার্কেল দায়িত্বপ্রাপ্ত) মাহমুদুল হাসান।
সভায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ওয়াহেদুজ্জামান মাবু, সদস্য সচিব আইয়ুব আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক আখেরুজ্জামান মিলন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান, নায়েবে আমীর মোঃ তাজ উদ্দিন, সাংবাদিক সুজন আহমেদসহ উপজেলা বিএনপি, জামায়াতের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি মোঃ তরিকুল ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন, বাল্যবিবাহ রোধে, সুন্দর সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্ব সাধারণকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
কেকে/এইচএস