বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫,
২০ চৈত্র ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
শিরোনাম: মিয়ানমারে যুদ্ধবিরতির ঘোষণা জান্তার      বাংলাদেশি পণ্যে ট্রাম্পের ৩৭% শুল্ক আরোপ      আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা       আমরা কখনোই বলিনি আগে নির্বাচন পরে সংস্কার: মির্জা ফখরুল      প্রতিদিন দোয়া পড়ে শুটিং সেটে যেতাম: নুসরাত       চীনে ড. ইউনূসের যে বক্তব্যে ভারতে তোলপাড়      ট্রাম্পের কাছে বিন্দু পরিমাণ ছাড় পাচ্ছে না ভারত      
রাজধানী
এয়ারক্র্যাফটে স্বর্ণ পেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান
মাহফুজুল আলম খোকন
প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ৪:২২ পিএম  (ভিজিটর : ২৫৩)

এয়ারক্রাফটের ভেতরে স্বর্ণ পাওয়া গেলে সে সকল এয়ারলাইন্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

আজ রোববার (১৭ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ হঁশিয়ারী মূলক মন্তব্য করেন। এসময় ঢাকা কাস্টমস হাউসের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, যে সকল এয়ারক্র্যাফট এর ভেতরের স্বর্ণ পাওয়া যাবে এর দায় দায়িত্ব সেই সকল এয়ারলাইন্সকেই নিতে হবে। একাধিকবার এই ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ইতো পূর্বে এয়ারক্র্যাফটের অনেক স্পর্শকাতর জায়গা থেকে স্বর্ণ উদ্ধারের ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়গুলো খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি। তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যাগেজ রুলস এর সুবিধা নিয়ে একই যাত্রী বারবার স্বর্ণ আনার ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। এই সকল যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতীয় রাজস্ব বোর্ড। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবায় বিভিন্ন সংস্থার বিষয়ে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। কাস্টমসের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীরা যেন সহজেই কাস্টমসের কাছ থেকে সেবা পান, সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।

বিমানবন্দরের ভিতরে কাস্টমস হেল্প ডেক্সের মাধ্যমে যাত্রীসেবা আরো তরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করে তিনি বলেন, কাস্টমসের কাছ থেকে যাত্রী নাজেহালের কোন অভিযোগ আসলেও আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রবাসী যাত্রীদের সেবার মান সমুন্নত রাখতে আমাদের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া কাস্টমসের কর্মকর্তারাও সর্বোচ্চ সেবা দিতে কাজ করছে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হোসেন আহমদ, ফারজানা আফরাজ, মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, মো মোয়াজ্জম হোসেন, ড. মো. আবদুর রউফ, মো. আজিজুর রহমান, কাজী মোস্তাফিজুর রহমান; কাস্টমস কমিশনার মোবারা খানম, কাস্টমস অ্যাডিশনাল কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, সিফাত-ই-মরিয়ম, এয়ারপার্ট কাস্টমস ইনচার্জ ও জয়ট কমিশনার মো. আল-আমিন প্রমুখ।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বান্দরবানে সাংগ্রাই ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ
মিয়ানমারে যুদ্ধবিরতির ঘোষণা জান্তার
বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়: ওবায়দুর রহমান চন্দন
বাংলাদেশি পণ্যে ট্রাম্পের ৩৭% শুল্ক আরোপ
ইয়াবা বিক্রিতে বাধা, দফায় দফায় সংঘর্ষে আহত ২৫

সর্বাধিক পঠিত

বোচাগঞ্জে জহুরা ইন্ডাষ্ট্রিজের নিরাপত্তা কর্মীদের বেধে ১১টি গরু চুরি
ধলেশ্বরী নদীতে অশ্লীল নৃত্য দেশি অস্ত্রের প্রদর্শনী, গ্রেফতার ১৫
বাঞ্ছারামপুরে আওয়ামী দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন
ভাঙ্গায় আধিপত্য বিস্তারের জেরে পৃথক স্থানে সংঘর্ষে আহত ৩০
গজারিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ৮

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close