প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১২:১০ পিএম আপডেট: ০৮.০৩.২০২৪ ১২:৪৬ পিএম (ভিজিটর : ১৩০)
বিপিএল শেষে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে না খেললেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলবেন সাকিব আল হাসান। ইতিমধ্যে দলবদলের আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছেন তিনি। মোহামেডানের সঙ্গে সম্পর্কের ইতি টেনে যোগ দিয়েছেন শেখ জামালে। সাকিবের মোহামেডান ছাড়া এবং শেখ জামালে যোগ দেওয়ার খবর জানা গিয়েছিল আগেই। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা।
বুধবার দলবদলের প্রথম দিনে অনলাইনে সেই আনুষ্ঠানিকতাই সেরেছেন এই বাঁহাতি। বিপিএল নিয়ে যেসব ক্রিকেটার ব্যস্ত আছেন, তাদের সবার জন্যই অনলাইনে দলবদলের সুযোগ রাখা হয়েছিল। সাকিবসহ বেশ কয়েকজন সুযোগটা নিয়েছেন। অন্যরা উপস্থিত থেকেই দলবদল করেছেন। আটটি দল-গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স, গাজী টায়ার্স, পারটেক্স, শাইনপুকুর, শেখ জামাল, প্রাইম ব্যাংক ও সিটি ক্লাবের হয়ে সবমিলে ৭৫ জন ক্রিকেটার সম্পন্ন করেছেন দলবদল। শেষ দিনে আজ বাকিরাও নিজেদের কাজটা সেরে নেবেন, অন্যদের সঙ্গে ঘর গুছিয়ে নেবে বাকি চার ক্লাবও। প্রথম দিনে দলবদল করে শেখ জামালে যোগ দেওয়া ইয়াসির আলী, রিপন মণ্ডল ও টিপু সুলতানরাও দ্বারস্থ হন অনলাইনের।
তামিম ইকবাল ও মুশফিকুর রহিম গতবারের মতো এবারও খেলবেন প্রাইম ব্যাংকের হয়ে। তবে দলটির সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন শরিফুল ইসলাম। দশম বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি পেসার যোগ দিয়েছেন আবাহনীতে। তরুণ পেসার নাহিদ রানার সঙ্গে আবাহনী দলে ভিড়িয়েছে নতুন তারকা তাওহীদ হৃদয়কেও।