ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, পশ্চিমা গণতন্ত্র পুঁজিবাদী ব্যবস্থার দেউলিয়াত্ব রাষ্ট্র সংস্কারের কাঠামো হতে পারে না। রাষ্ট্র সংস্কারের কাঠামো হবে ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার’ স্বাধীনতার ঘোষণাপত্রের এ তিন মূলনীতি।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী উত্তরের ভাটারায় আবু সাঈদ অডিটোরিয়ামে নগর উত্তরের নিয়মিত সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফজলে বারী মাসউদ বলেন, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হলে দেশের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে। মানবাধিকার লঙ্গন হবে না। আর সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে জুলুম বন্ধ হয়ে যাবে। অপরাধ প্রবণতা কমে যাবে। আদালতে মামলার জট থাকবে না। প্রহসনের বিচার হবে না। সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত থাকবে।
তিনি আরও বলেন, দেশের ৬টি সংস্কার কমিশনের দায়িত্বপ্রাপ্তরা সংস্কারের ক্ষেত্রে জাতীয় চেতনাবোধ, নৈতিকতা ও সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনযাপন পদ্ধতির প্রতি লক্ষ্য রেখে সংস্কার করবেন বলে আমরা আশাবাদী। সংস্কার যেন যৌক্তিক ও বাস্তবসম্মত হয়। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। তা না হলে জুলাই অভ্যুত্থান অর্থবহ হবে না। বারবার শুধু ফ্যাসিবাদ কায়েম হবে আর আমরা রক্ত দিয়ে হটাবো, ত হবে না। সংস্কার এমনভাবে করতে হবে, যাতে ফ্যাসিবাদ ও কায়েমী স্বার্থবাদের সকল দরজা-জানালা বন্ধ হয়ে যায়। ক্ষমতাকে কেউ যেন আঁকড়ে ধরে রাখতে না পারে।
নগর সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুফতি মো. মাছউদুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, এইচএম রাকিবুল ইসলাম, মুফতি নিজাম উদ্দিন, মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আমিনুল হক তালুকদার, শরিফুল ইসলাম, নাজমুল হাসান প্রমুখ।
কেকে/এজে