বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, সময়ের যথাযথ মূল্যায়ন এবং অধ্যাবসায়ের মাধ্যমে শিক্ষার্থীদের সফলতা লাভ করতে হবে। এজন্য উচ্চশিক্ষা অর্জনের প্রথম থেকেই নবীন শিক্ষার্থীদের সময়ানুবর্তিতার চর্চার মাধ্যমে জীবন গড়ার পরামর্শ প্রদান করেন তিনি।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবন-৪ এ পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে পৃথক ওরিয়েন্টেশন ক্লাসে এসব কথা বলেন তিনি।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বেরোবি উপাচার্য বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি বিনিমার্ণে তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জ্ঞান চর্চা ও গবেষণার মাধ্যমে বেরোবিকে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করতে তাদের প্রতি আহবান জানান তিনি।
ড. মো. শওকাত আলী জানান, বেরোবিকে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পৃথক ওরিয়েন্টেশন ক্লাসে পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. কামরুজ্জামান, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সিদ্দিকুর রহমানসহ দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এজে