বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫,
২৬ পৌষ ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
শিরোনাম: অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব জাতীয় নির্বাচন: সাইফুল হক      বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি      হজ ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশের ওপর বিরক্ত সৌদি সরকার: ধর্ম উপদেষ্টা      জুলাই ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে দেওয়া সম্ভব না: মাহফুজ      সোহান ঝড়ে রংপুরের উড়ন্ত জয়      তুরস্ক উৎপাদন ও সেবা খাতে বিনিয়োগ করতে চায়: বাণিজ্য উপদেষ্টা      খালেদা জিয়ার আপিলের রায় ১৪ জানুয়ারি      
রাজনীতি
হাসিনার জন্য আরও একটি তাজমহল নির্মাণ করুন: ভারতকে রিজভী
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৮:২১ পিএম  (ভিজিটর : ১৪২)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শেখ হাসিনা পালানোয় মায়া হচ্ছে ভারতের। শেখ হাসিনার পালানো যদি এতই মায়া, এতই দুঃখ হয়। তবে হাসিনার জন্য আরও একটি তাজমহল নির্মাণ করে দিন।

রোববার(১৭ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহিদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহিদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের চতুর্থ আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রতিদিন ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। একটা স্বাধীন দেশ নিয়ে তারা কীভাবে এত অপ্রচার করে। আমরা হিন্দু মুসলিম যুগ যুগ ধরে একত্রে শান্তিতে বসবাস করছি। সেই সম্প্রদায়িক সম্প্রিতির স্বাধীন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাবেন না। আপনারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছেন। এটা করবেন না। বন্ধ করুন ষড়যন্ত্র।

জিয়াউর রহমানের অবদান তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, যুদ্ধের ময়দানে অদম্য সাহসিকতার প্রতীক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৭ নভেম্বর ভয়কংর কালো প্রতীকে জনগণ ও সিপাহীরা তাকে ক্ষমতায় বসিয়েছেন। সেই থেকে আমরা কৃষকের মাঠে জিয়ার হাসি, শিল্পির কালিমাখা মুখেও জিয়ার হাসি দেখতে পাই। কৃষিতে উৎপাদন বাড়াতে জিয়ার প্রাণবন্ত চেষ্টা আমরা দেখেছি। কারখানার উৎপাদনে, স্বাধীনতায় জিয়ার অবদান অনস্বীকার্য। যা মুখে বলে শেষ করা যাবে না। সব খানেই কিংবদন্তির মত বিচরণ করে গেছেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, জিয়া করেননি উন্নয়নের নামে মেগা প্রকল্প দেখিয়ে ডলার পাচার। আওয়ামী নেতারা মেট্রোরেল, পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পের নাম করে হাজার হাজার কোটি টাকা লোপাট করে পাচার করেছেন। একজন এমপির কত আয়? আওয়ামী লীগের একজন এমপির ২৫০ মিলিয়ন পাউন্ড অর্থের অসংখ্য বাড়ি লন্ডনে। এরা অবৈধভাবে বিনা ভোটে ক্ষমতায় থেকেছে সাড়ে ১৫ বছর। পাচার করেছে হাজার হাজার কোটি টাকা।

শেখ হাসিনার ভোট ও ক্ষমতার সমালোচনা করে রিজভী বলেন, আমাকে তুমি ক্ষমতায় রাখ আর তোমরা যা ইচ্ছে করো, এটা হাসিনা বলতেন। পুলিশের একজন আইজির বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ। আমাদের কাছে ঋণ আসে ১৮ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। আর সেই ঋনের ১৭ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ। এটা শেখ হাসিনার অবদান।

রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে অপতথ্য দিয়ে কুৎসা রটিয়েছেন। জিয়ার বিরুদ্ধে অপপ্রচার করেছেন। কই আপনি তো প্রমাণ দেখাতে পারেননি। ভুলেও একটা বের করতে পারেননি। বরং আপনি পালিয়ে গেছেন, খালেদা জিয়া তো পালায়নি। দুর্বিসহ দুঃশসনকে তিনি বরণ করেছেন। ভাঙা একটা বিল্ডিংয়ে দুই বছর তাকে (খালেদা জিয়া) আটকিয়ে রেখেছেন। তিনি তো পালাননি। আওয়ামী লীগ দুর্বৃত্তের দল। এটাই বিএনপি আওয়ামী লীগের পার্থক্য।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক লোপাট হয়, সোনালী ব্যাংক লোপাট হয়। এটা হচ্ছে হাসিনার অবদান। বিনা ভোটের মেয়র আতিক সিটি করপরেশনে পদ তৈরী করেন, নাম রাখা হয় হিট অফিসার। সেই পদে নিয়োগ পেলেন তারই মেয়ে আর বেতন দিলেন লক্ষাধিক টাকা। সেই অফিসারের স্বামী সুপার হিরো, একশত কোটি টাকার মালিক। আওয়ামী লীগের দুর্নীতি আর হাসিনার অপকর্ম আরব্য উপন্যাসকেও হার মানাবে।

ছোট বাচ্চা ছেলেরা রক্ত দিয়েছে। ২ হাজারের মত তারুন্যকে আওয়ামী লীগ হত্যা করে প্রত্যবর্তন করেছে। আমরা যুদ্ধ সংগ্রাম করে একটি স্বাধীন দেশ পেয়েছি। তারুন্যের সেই অবদান, রংপুরের মেধাবী ছাত্র আবু সাঈদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না। ভারতের দুঃখ শেখ হাসিনা পালিয়েছে। হরিলুটতন্ত্র পাচারতন্ত্রকে আবার কি করে ক্ষমতায় বসানো যায়। সেই চক্রান্তে মেতেছে প্রতিবেশী দেশ ভারত। এটা রুখতে অন্তবর্তীকালীন সরকার ও অন্যান্য রাজনৈতিক দলকে সজাগ সতর্ক থাকার আহবান জানান রিজভী।

এ সময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রফিক, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামছুজ্জামান সামু, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ন সম্পাদক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের বিএনপির ১০টি সংগঠনিক জেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিয়েছে। এ টুর্নামেন্টের প্রতিটি আসরে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন।

কেকে/এজে

আরও সংবাদ   বিষয়:  হাসিনা   তাজমহল   ভারতকে রিজভী   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব জাতীয় নির্বাচন: সাইফুল হক
পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, ২ জন গ্রেফতারসহ ড্রেজার জব্দ
রংপুরে তিন’শ জন চালক পেলেন ট্রাফিক পুলিশের কম্বল
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি
হজ ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশের ওপর বিরক্ত সৌদি সরকার: ধর্ম উপদেষ্টা

সর্বাধিক পঠিত

বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের মারধর, রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা
শাবির ছাত্রহলে সংঘঠিত ঘটনার তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন
গঙ্গাচড়ায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বিএনপি নেতার মৃত্যুতে তানভীর হুদার শোক
তাড়াশ উপজেলা পরিষদ ভবনের ছাদে ইউএনও’র শখের বাগান ‘বিলকুঞ্জ’

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝