সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫,
১২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: পদত্যাগের গুঞ্জনে যা বললেন নাহিদ ইসলাম      এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা এর ওপরে রাখতে পরিপত্র জারি      ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫৮৫      সরকার সম্ভবত লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে: তারেক রহমান      বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয় ‘উগ্র বাম কমিউনিস্টদের’ ভোট দিতে      আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন: আবদুল কাইয়ূম      পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা       
গ্রামবাংলা
আসুন সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি: ফরিদুল কবীর
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ৯:২৭ পিএম  (ভিজিটর : ২৫৯)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেছেন, আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। শহিদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করি। এদেশের মানুষ আপনাদের কাছে ভাত চায় না। তারা গণতন্ত্র চায়, শান্তি চায়, নিরাপত্তা চায়, ভোটের অধিকার চায়। বাংলাদেশের মানুষ আর কোন সৈরতন্ত্র চায় না। এদেশের প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা আইনের দ্বারা প্রতিষ্ঠিত হোক এটাই এদেশের মানুষ চায়।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের জগনাথগঞ্জ পুরাতন ঘাট রেলওয়ে ময়দানে আওনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এক জনসমাবেশে প্রধান অথিতির ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আসুন সবাই মিলে দেশটাকে বাঁচাই সবার উপরে দেশ। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা আপনাদের জানতে হবে এবং মানতে হবে। সরকারের যেমন বিভিন্ন বাহিনী আছে তারেক রহমান তেমনি গোয়েন্দা বাহিনী তৈরে করে রেখেছেন। সেদিকে খেয়াল রেখে চলতে হবে। আমরা চাই না দেশের কোন জনগণ নিরাপত্তাহীনতায় থাকুক। বিগত দিনে যারা অন্যায় করেছেন তাদেরকে অবশ্যই বিচারে আওতায় আসতে হবে। আমাদের যাতে সে রকম কোন পরিস্থিতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

জনসমাবেশে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এই অঞ্চলে বসবাসকারী ৫ শতাধিক হিন্দু পরিবারের লাশ দাহ করার জন্য কোন শ্মশানঘাট নাই। এটা দুঃখজনক ও হতাশাজনক বিষয়। তিনি জেলা বিএনপি ও আওনাবাসীর পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে সনাতনী হিন্দুদের জন্য একটি শ্মশানঘাট নির্মাণ করে দেবার জন্য আওনা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করেন।

আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সুরুজ মিয়ার(সুরজ মেম্বার) সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ শিমুলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন, ডা. শিবলী সাদিক।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লিকু, সরিষাবাড়ী কলেজের সাবেক জিএস ও বিএনপি নেতা রবিউল ইসলাম, পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু, ডোয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জোছনা, ব্যবসায়ী বিএনপি নেতা আনোয়ার ইসলাম বাবুল, সাইদুল ইসলাম তোতা, ফারুক মন্ডল, আওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ডিলার, সহ-সভাপতি মুহাম্মদ কামাল হোসেন তরফদার, সরিষাবাড়ী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুর্শেদ আলম তালুকদার, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির, কাঠ ব্যবসায়ী আমির হোসেন মিলন, আওনা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আব্দুল খালেক, সাধারণত সম্পাদক আব্দুল খালেক, যুবদল নেতা ওমর ফারুক প্রমুখ।

কেকে/এজে

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চকরিয়ায় ১২তম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
নোবিপ্রবিতে ইশারা ভাষা বিষয়ক কর্মশালার আয়োজন
শ্রীমঙ্গলে লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্ত করার দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম
রাবিকে পেছনে ফেলে সহকারী জজে সারা দেশে প্রথম হলেন ববির সাদিয়া
কোহলির সেঞ্চুরিতে উড়ে গেল পাকিস্তান

সর্বাধিক পঠিত

সায়ান রিসোর্টের আড়ালে নারী ও মাদক ব্যবসা
ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মীর নেওয়াজ
বিদ্যালয়ে না গিয়েও সুবিধা ভোগের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
পুত্র সেজে ভাতিজা তোলেন মুক্তিযোদ্ধা ভাতা, জড়িত ইউপি সচিব
আম্পায়ারের ভুল সিদ্ধান্তে পাবিপ্রবির ক্রিকেট ফাইনাল বন্ধ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝