বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) তৃতীয় শ্রেণী কর্মচারী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সেমিনার সহকারী মাহফুজার রহমান এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছে সিনিয়র অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সোহান মিয়া।
রোববার (১৭ নভেম্বর) বেরোবি তৃতীয় শ্রেণী অ্যাসোসিয়েশন থেকে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী কর্মচারী অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিলুপ্তির পর আ্যাসেরাসিয়েশনের
সাধারণ কর্মচারীবৃন্দের আহ্বানে গত ১৪ই নভেম্বর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আলোচনার ধারাবাহিকতায় উপস্থিত কর্মচারীবৃন্দের সম্মতিক্রমে একজন আহ্বায়ক, ২ জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্য সচিব ও ৭ জন সদস্য সহ মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম-আহ্বায়ক রকিবুল হাসান ও ছালাউদ্দিন। সদস্যরা হলেন, মাহবুবার রহমান, তহুমুল ইসলাম, নুরুজ্জামান রতন, কামরুল হাসান, মনোয়ার হোসেন, অমল চন্দ্র রায়, সুমি বেগম।
কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব জানান, দীর্ঘদিন হতে বৈষম্যের শিকার এ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। তৃতীয় শ্রেণী কর্মচারীদের ন্যায্য দাবি ও বৈষম্য দূর করতে এ কমিটির সদস্যরা কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের প্রাণ ছাত্র-ছাত্রী ও শিক্ষক। তাদের সেবায় প্রতিজ্ঞাবদ্ধ কর্মচারীরা ভবিষ্যতেও দক্ষতার সাথে কাজ করে যাবে।
কেকে/এইচএস