ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১ মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা, গাঁজা ও বিদেশী ভদকা, এলকোহল জাতীয় পানীয়, ছুরি উদ্ধার করা হয়।
রোববার (১৭ নভেম্বর) ভোর ৫টা থেকে গোপন সংবাদের ভিত্তিতে দশদোনা ও বাশগাড়ির বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- বাশগাড়ি ও দশদোনা গ্রামের শীর্ষ মাদক কারবারি দুলাল মিয়া ও তার সঙ্গী জনি, মোমেন এবং বাদল মিয়া।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে প্রচলিত আইনে পুলিশ বাদী হয়ে মামলা রুজু করে আদালতের মাধ্যমে আজই কারাগারে পাঠানো হয়েছে। এমন অভিযান এখন থেকে অব্যাহত থাকবে।
কেকে/এজে