মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও লুটতরাজের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার পূর্বাচলে শিমুলিয়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও রূপগঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন রূপগঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক জজ মিয়া, কাঞ্চন পৌর কৃষক দলনেতা আক্তারুজ্জামান, উপজেলা কৃষকদল সাবেক সহ সভাপতি জাইদুল ইসলাম শিমুল, রূপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, ইউনিয়ন কৃষক দল সহ-সভাপতি কামরুল হাসান, ভোলাবো ইউনিয়ন কৃষকদল নেতা আওলাদ হোসেন, কায়েতপাড়ার আবু সাইদ, দাউদপুরের মো. হাসানসহ ৭টি ইউনিয়ন ২টি পৌরসভাসহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নেতা কর্মীরা বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ রূপগঞ্জ উপজেলা বিএনপি নির্দেশনায় রূপগঞ্জকে মাদকমুক্ত করতে, সন্ত্রাস দমন করতে, আওয়ামী লীগের সকল প্রকার নৈরাজ্য রুখে দিতে ঐক্যবদ্ধ রয়েছি। আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে জয়ী করতে আমরা সব সময় প্রস্তুত। এ দেশের মানুষের প্রকৃত স্বাধীনতা, ন্যায্য অধিকার রক্ষায় বিএনপি আস্থার ও পরীক্ষিত দল। জনগণের আস্থা অর্জন করাই আমাদের লক্ষ্য।
কেকে/এমআই