শনিবার, ১১ জানুয়ারি ২০২৫,
২৮ পৌষ ১৪৩১
বাংলা English

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
শিরোনাম: মাইনাস টুর আশা পূরণ হবে না: আমীর খসরু      অন্তর্বর্তী সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে পারছে না: সাইফুল হক      ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশা      থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি ক্লোজড      টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার      দায়িত্ব ভাগাভাগি-সমতার মাধ্যমে উন্নত বিশ্ব গড়া সম্ভব: রিজওয়ানা হাসান      কেউই যেন বঞ্চিত না থাকেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি: আদিলুর      
গ্রামবাংলা
ফয়সাল হত্যার অভিযোগে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩:৫০ পিএম আপডেট: ১৮.১১.২০২৪ ৩:৫৬ পিএম  (ভিজিটর : ১০৫)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ফয়সাল খান ওরফে শুভ হত্যার বিচার দাবিতে এক বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। ফয়সাল সরিষা ইউনিয়ের কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার সরিষা ইউনিয়ের কাশিপুর এলাকার ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কে ফয়সাল খান ওরফে শুভ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভাই হত্যার বিচার চেয়ে মানববন্ধনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন নিহত ফয়সালের ছোট ভাই মো. নাজমুল খান শ্রাবণ বলেন, আমার বড় ভাই ফয়সাল খান ওরফে শুভকে পাঁচতলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত একটি হত্যাকান্ড। প্রতিবেশী সুলতান আহম্মেদ খানের মেয়ের সঙ্গে আমার ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক মেনে নিতে না পেরে মেয়ের বাবা সুলতান আহম্মেদ খান পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে। মামলা রেকর্ডের আগেই গোয়েন্দা পুলিশ (ডিবি) আমার ভাইকে ধরতে ময়মনসিংহের একটি পাচঁতলা ভবনের দুতলায় অভিযান চালায়। এসময় আমার ভাই পাঁচতলা ভবনের ছাদে উঠে যায়। তখন পুলিশের সাথে থাকা মেয়ের বাবা সুলতান আহম্মেদ খান ও তার দুই ছেলে ছাদে উঠে বড় ভাই ফয়সালকে ছাদ থেকে নিচে ফেলে হত্যা করে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

জানা গেছে, জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে ময়মনসিংহ নগরের কেওয়াটখালী পাওয়ার হাউস রোডে বড় বোনের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিল ফয়সাল। তার সঙ্গে প্রায় চার বছর প্রেমের সম্পর্ক ছিল এলাকার এক তরুণীর। ১৫ নভেম্বর তরুণীর বিয়ে ঠিক হওয়ায় ফয়সাল বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। এ জন্য তরুণীর বাবা থানা ও ডিবিতে পর্নোগ্রাফি আইনে অভিযোগ দেন।  

নিহতের পরিবার, মামলার এজহার ও সিসিটিভি ফুটেজর তথ্যানুযায়ী, মামলা রেকর্ড হওয়ার আগেই ফয়সালের বোনের বাসায় অভিযানে যায় ডিবি।  ফয়সাল ও তার চার স্বজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয় গত ১০ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫ মিনিটে। কিন্তু তার আগেই রাত ৯টা ৩৮ মিনিটে ফয়সালের বোনের বাসায় অভিযানে যায় ডিবি। গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের পর বাসার সামনে থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে স্বজনেরা। পরে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতেই ফয়সালকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য।

এ ঘটনায় ১২ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় ফয়সালের বাবা মো. সেলিম খান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় তরুণীর বাবাসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।

এদিকে পরিবার, এলাকাবাসী ও ফয়সালের বন্ধুমহলসহ দেড় শতাধিক মানুষ আজ সোমবার মানববন্ধন ও বিক্ষোভে অংশ নিয়ে ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান। অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষাণা দেওয়া হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে অংশ নিয়ে ফয়সালের দুই বন্ধু সাইফ খান মনি ও মো. আরিফ হোসেন জানায়, পুলিশ এখনও কেন আসামিদের গ্রেফতার করতে পারছে না? সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

মানববন্ধন ফয়সালের প্রতিবেশী চাচা মো. নজরুল ইসলাম খান বলেন, বাসায় অভিযানের সময় পুলিশ দুতলায় কথা বলছিল। পাঁচতলায় ছাদে কয়েকজন উঠে ফয়সালকে নিচে ফলে দেয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, এবিষয়ে  কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মাইনাস টুর আশা পূরণ হবে না: আমীর খসরু
লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিলনমেলা
বাড়ন্ত শিশুর রিকেট কেন হয়
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী অভিযান
শুরু হলো আইটিইটি ক্রিকেট টুর্নামেন্টের আসর

সর্বাধিক পঠিত

ক্যান্সারে পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নুর আলম
শাবিপ্রবির চট্টগ্রাম ফোরামের সভাপতি ধ্রুব, সম্পাদক শান
কাউনিয়ায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
দৈনিক খোলা কাগজে সংবাদ প্রকাশ, সড়কে বাতি লাগানো শুরু
থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি ক্লোজড

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝