বান্দরবানে দু:স্থ ও অসহায় রোগীদের সেবার লক্ষ্যে শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। আর তিনদিনব্যাপী এই ক্যাম্পে রোগীদের চিকিৎসার পাশাপাশি বিনামুল্যে ওষুধ সরববরাহ করা হচ্ছে।
সোমবার (১৮ নভেম্বর) সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা এর আয়োজনে বান্দরবান সদরের উজানী পাড়ায় আশা বান্দরবান সদর ব্রাঞ্চের আয়োজনে অফিস প্রাঙ্গনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করা হয়।
এসময় বান্দরবানের বিভিন্ন এলাকার দু:স্থ ও অসহায় রোগীরা উপস্থিত হয়ে চিকিৎসকদের থেকে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন।
এসময় রোগীদের বিভিন্ন চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ফিজিওথোরাপী রোগীদের বিভিন্ন পরামর্শ ও সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
আয়োজকেরা জানান, ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত বান্দরবানে প্রায় ৩শত রোগীকে বিনামুল্যে চিকিৎসা আর ওষুধ প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় ও ব্রাঞ্চে এই সেবা কার্যক্রম চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আশার ডেপুটি চীফ হেলথ অফিসার ডা. আফজাল হোসেন বলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা আশা সারাদেশে সাধারণ জনগণের সেবার জন্য কাজ করে যাচ্ছে। আশা সাধারণ জনগণকে বিভিন্নভাবে ক্ষুদ্র ঋন প্রদানের পাশাপাশি তাদের সামাজিক উন্নয়নে বিভিন্নভাবে সহায়তা করছে আর দেশব্যাপী বিভিন্ন ব্রাঞ্চে আশার উদ্যোগে গরীব ও অসহায় রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্প আর ওষুধ সরববরাহ করা হচ্ছে।
এসময় বান্দরবান সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলু প্রু মারমা, আশা এর ডেপুটি চীফ হেলথ অফিসার ডা. আফজাল হোসেন, সিনিয়র ফিজিওথেরাপিষ্ট ডা. আব্দুর রহমান, আশা এর ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. ওলিয়ার রহমান, রিজিওনাল ম্যানেজার মো. সামসুল হক ভুইয়া, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বান্দরবান শাখার মো. নুরুল আবছার, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সমীর সেনসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সাধারণ রোগীরা উপস্থিত ছিলেন।
কেকে/এমআই