প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৬:৪০ এএম (ভিজিটর : ৯৭)
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। নারী দিবসের বিভিন্ন আলোচনায় রংপুরের নারীরা রংপুরে কাজের সুযোগ দাবি করেছেন।
জাতীয় মহিলা সংস্থা রংপুরের চেয়ারম্যান রোজী রহমান এবং রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওয়ালেদা বেগম জানান, রংপুর অঞ্চলের মানুষ স্বভাবগতভাবেই বিপদে-সংগ্রামে, উৎসবে-আনন্দে ‘জাগো বাহে কুনঠে সবাই’ বলে ডেকে ওঠে। বেগম রোকেয়া ‘জাগো গো ভগিনী’ বলে নারীদের ডাক দিয়েছিলেন গত শতকে। সেই ডাক শত বছর ধরে অন্তরে ধারণ করে এত দিনে রংপুর অঞ্চলের নারীরা ঘর ছেড়ে বের হয়েছে এবং কাজের সুযোগ চাচ্ছে। রাষ্ট্রের উচিত তাদের সেই সুযোগটা দেওয়া। আর সেই সুযোগ ঢাকায় নয়, দেওয়া হোক উত্তরাঞ্চলে, যাতে সমৃদ্ধ হয় এখানকার নারীরা এবং একই সঙ্গে দেশ। শুধু রোজী রহমান নয় অধিকাংশ নারীরা রংপুর কর্মসংস্থানের দাবি জানিয়েছেন।
শুক্রবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শোভাযাত্রা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আবু জাফর। শোভাযাত্রা শেষে রংপুর টাউনহলে আলোচনা সভা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এডিএম শাহানজ পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, জাতীয় মহিলা সংস্থা রংপুরের চেয়ারম্যান, স্বর্ণা নারী এসোসিয়েশন রংপুরের সভাপতি মঞ্জু শ্রী শাহা, রংপুর নাগরিক উদ্যোগের এরিয়া ম্যানেজার শিল্পী শিকদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এরপর বেগম রোকয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও আন্তর্জাতিক নারী দিবস পালন কমিটির আহবায়ক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে আলোচনা সভায় কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. বিজন মোহন চাকী, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম, ক্যাফেটেরিয়ার পরিচালক উমর ফারুক, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক দিপীকা বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইফ্ফাত আরা বাঁধনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ পালন কমিটির সদস্য এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী।