রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে আইন ও মার্কেটিং বিভাগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আইন বিভাগের এক শিক্ষক আহত হয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি সমাধানে প্রক্টরিয়াল বডি কাজ করছে এবং যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড-১৬ এ মার্কেটিং বিভাগ ও আইন বিভাগের খেলা হয়। এতে মার্কেটিং বিভাগ ১ গোলে বিজয়ী হয়৷ খেলা চলাকালে উভয় পক্ষের দর্শক স্টেডিয়ামে অবস্থান করছিলেন। গোল হওয়ার এক পর্যায়ে উভয় পক্ষ একে-অপরকে ভুয়া বলে স্লোগান দিতে শুরু করলে বাকবিতণ্ডা বাধে। খেলা শেষে আইন বিভাগ আগে স্টেডিয়াম ত্যাগ করে। পরে মার্কেটিং বিভাগ বের হয়। কিন্তু স্টেডিয়াম গেটে ফের উভয় পক্ষের কিছু শিক্ষার্থী বাকবিতণ্ডায় জড়ায়। এতে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয় এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আইন বিভাগের শিক্ষক মাহফুজুর রহমান মাথায় আঘাত ইট লেগে আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আইন বিভাগের আরো কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের উপর আক্রমণের ঘটনা ঘটে এবং তার ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করতে বাধ্য করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে আইন বিভাগের সভাপতি ড. সায়েদা আঞ্জুকে একাধিকবার ফোন করলেও তা রিসিভ করেনি।
কেকে/এইচএস