জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, শহিদ পরিবারদের আর্থিক সহায়তা প্রদান,আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, ছাত্র সংসদ নির্বাচন চালু, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া ও রিকশাচালকদের উপর সংঘটিত হয়রানি বন্ধের দাবিতে পদযাত্রা ও সমাবেশ কর্মসূচির ডাক দিয়েছে গণতান্ত্রিক ছাত্রজোট।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাহাদুর শাহ পার্ক পর্যন্ত গণতান্ত্রিক ছাত্রজোটের এই পদযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হবে।
লিখিত সংবাদ পাঠের সময় সালমান সিদ্দিকী বলেন, গণতান্ত্রিক ছাত্র জোট দীর্ঘ সময় ধরে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্রদের সংগঠিত করেছে, ধারাবাহিক আন্দোলন পরিচালনা করেছে। জুলাই গণঅভ্যুত্থানেও ছাত্র জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের সামনের দিনের লড়াই- ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে একটি গণতান্ত্রিক দেশ এবং শিক্ষাব্যবস্থা নির্মাণ করা।
তিনি বলেন, এই লড়াইকে এগিয়ে নিতে 'গণতান্ত্রিক ছাত্রজোটের উদ্যোগে ৫ দফা দাবিতে আগামী ২৭ নভেম্বর বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাহাদুর শাহ পার্ক পর্যন্ত 'পদযাত্রা ও সমাবেশ' কর্মসূচি অনুষ্ঠিত হবে। দেশের সকল ছাত্র-জনতার প্রতি আহ্বান- এই 'পদযাত্রা ও সমাবেশ কর্মসূচিতে যোগ দিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহবান জানাই।
কেকে/এইচএস