মহান স্বাধীনতা সংগ্রামের নবম সেক্টরের কমান্ডার মেজর এমএ জলিলের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মেজর এমএ জলিলের মাজারে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক দল-জাগপা।
জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে মেজর এমএ জলিলের মাজারে শ্রদ্ধা জানান।
এ সময় তিনি বলেন, ‘সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এমএ জলিল দেশের একজন সাহসী সন্তান। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক যোদ্ধা। আধিপাত্য ও আগ্রাসনের বিরুদ্ধে মেজর (অব) জলিল ছিলেন অকুতোভয়। দেশের প্রতি তার মমত্ববোধ ছিলো অসাধারণ। মেজর জলিলের দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা। আমৃত্যু সংগ্রামী জীবন তাকে করেছিল প্রতিবাদী। রাজনৈতিক সঙ্কট নিরসন এবং ভবিষ্যতের সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে জাতিকে রক্ষা, জালিম-শোষক ও লুটেরা শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন আপসহীন। বিপ্লবী চিন্তার পরিবর্তন ও ইসলামের চেতনায় উজ্জীবন তার মধ্যে পূর্ণতা এনেছিল।’
এ সময় উপস্থিত ছিলেন জাগপা নেতা অ্যাডভোকেট এম এ ওহাব, মো. জহুরুর ইসলাম, মীর্জা মো. আখতারুজ্জামান, মোখলেছুর রহমান, আবু রায়হান, মো. আইয়ুব আলী তালুকদার, আবদুল খালেক, মো. নাসিম সরকার সাদ্দাম, শাকিল আহমেদ প্রমুখ।
কেকে/এমআই