সিলেটে পর্যটকবাহী বাস ও ট্রাক সংঘর্ষ, শিশু নিহত
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৬:৪৮ এএম আপডেট: ২৬.০৯.২০২৪ ১০:৫৯ এএম (ভিজিটর : ১৭৪)
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২০ জন।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে সিলেট-তামাবিল সড়কের হরিপুর উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা সিলেট-তামাবিল সড়ক যানচলাচল বন্ধ ছিলো।
নিহত পরশ (৬) ময়মনসিংহের গৌরিপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে।
জৈন্তাপুর থানা পুলিশ জানায়, আজ (শুক্রবার) বেলা ১টায় সিলেট-তামাবিল সড়কের হরিপুর উমনপুর এলাকায় পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক শিশুর মৃত্যু হয়।