কুষ্টিয়া শহরের এনএস রোডে যৌথ বাহিনীর অভিযানে ফুটপাতে বৈধভাবে দখল করে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় শহরের মজমপুর এলাকা থেকে এই অভিযান শুরু হয়ে দুপুর ৩টার দিকে শেষ হয়।
কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে যৌথ বাহিনীর সহায়তায় অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল।
শহরের রাস্তা, ফুটপাত দখল করে জনদুর্ভোগ বাড়িয়ে ব্যবসা করে চলেছেন কিছু বড় প্রতিষ্ঠান। পাশাপাশি গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান।
লিয়াকত কাবাব স্টেশন বড় ব্যাবসায়ী কিন্তু ছোট দোকান নিয়ে রাস্তা দখল করে রমরমা ব্যবসা করে দুর্ভোগ বাড়িয়েছে পথচারীদের। শাহীন বেডিং, মৌবন, ফুল সেন্টার, লিয়াকত আলী ডেইরী এন্ড সুইটসসহ অসংখ্য বড় দোকান একইভাবে ব্যবসা করে যাচ্ছে।
শহরে চলাচলের রাস্তা প্রশস্ত এবং যানজট নিরাসনের জন্য ও ফুটপাতকে দখলমুক্ত করতে এ অভিযানটি পরিচালিত হয়। কুষ্টিয়া শহরের এনএস রোডের রাস্তার দুই পাশ দিয়ে রাস্তা ও ফুটপাত জুড়ে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা, যার ফলে শহরে যানজট এবং পথচারী চলাচলে ভোগান্তি পোহাতে হয়। এমনকি ফুটপাত দখল থাকায় পথচারীদের প্রধান রাস্তা ব্যবহার করতে হয়, যার ফলে অনেক সময় ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। আবার স্থায়ী দোকানিরাও এসব অবৈধ স্থাপনা বা দোকানদারদের কারণে প্রকৃত দোকানদাররা কাস্টমার পাচ্ছে না। আবার অপরিচ্ছন্ন ও যানযট শহরে পরিনত হচ্ছে এসব অবৈধ স্থাপনার কারণে।
এর আগেও শহরে উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও এবারের অভিযান অন্যবারের থেকে বড় পরিসরে হয়েছে। বেলা ১১ টার সময় শহরের মজমপুর থেকে শুরু হয়ে দুপুর ৩ টার দিকে বড় বাজার এলাকায় শেষ হয়। এসময় শহরের এসএস রোডের সকল অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়।
এনএস রোডের একাধিক ব্যাবসায়ীদের অভিযোগ- এর আগেও এমন অনেক অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু অভিযানের ২-৩ দিন পরই আবার রাস্তা ও ফুটপাত দখল হয়ে যায়, আমরা এর স্থায়ী সমাধান চাই। অভিযানের পাশাপাশি পৌর কতৃপক্ষের উচিৎ আবার যেন না দখল হয় সেজন্য আইনি নোটিশ বা জরিমানার বিধান রাখা, তাহলেই এই সমস্যার স্থায়ী সমাধান হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, পৌরসভার উদ্যোগে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি, সমানেও অভিযান হবে। অভিযানের পরেই আবার দখল হয়ে যায় এই ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে পৌরসভা ব্যবস্থা নিবে, এছাড়াও আমাদের সকলকে সচেতন হতে হবে যেন আর দখল না হয়।
কেকে/এজে