এবার প্রকাশ্যে এলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ১৮তম আবর্তনের শিক্ষার্থীদের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ তাদের নাম ঘোষণা করা হয়।
জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ ইসলাহি এবং সেক্রেটারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম। কমিটির অন্যান্য সদস্যদের বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, পরবর্তীতে তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
কেকে/এজে