জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আফসানা রাচি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফসানা রাচি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন আফসানা রাচি। এ সময় পেছন থেকে একটি খালি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
রাচিকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিলে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আনা হয়েছিল। তবে তিনি হাসপাতালে আসার আগেই মারা যান। তার মুখে জোরালো আঘাতের চিহ্ন রয়েছে।
কেকে/এজে