শিরোনাম: |
ছবি: খোলা কাগজ
লালমনিরহাটসহ উত্তরবঙ্গের বেশকিছু অঞ্চল এবারের বন্যায় প্লাবিত হয়েছিলো। বন্যার পানি নেমে গেলেও কমেনি কৃষকদের দুঃখ -দুর্দশা। বন্যা পরবর্তী উত্তরের জেলা লালমনিরহাটের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেছে বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাব নামে একটি সংগঠন।
বুধবার (২০নভেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের চামটাহাট মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোট ৪৩ জন চরাঞ্চলের কৃষক বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য পেয়েছে সার ও বীজ। একজন কৃষক ৫০কেজি ডিএপি সার, ৫০ কেজি ইউরিয়া সার,১কেজি জিংক সালফেট, ১কেজি বোরাক সার, ৫ কেজি জিমসাপ, ১০ কেজি করে পটাশ সার ও ৩ কেজি করে ভূট্টার বীজ দিয়েছে বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাব নামে চট্টগ্রামের একটি সামাজিক সংগঠন।
সংগঠনের সদস্যরা জানায়, উত্তরবঙ্গের প্রতিটি বন্যার্ত এলাকায় বন্যা পরবর্তী পুনর্বাসনে আমরা কাজ করছি। একজন করে কৃষক পাচ্ছেন ৬ হাজার টাকা সমমানের সার ও বীজ। এসব পরিবহনের জন্য কৃষকদের দেয়া হয়েছে যাতায়ত খরচ। আমাদের এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
বীজ ও সার পেয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকরা জানায়, আমরা উত্তরঙ্গের মানুষ সব সময় অবহেলিত। আমাদের দিকে কেউ চোখ দেয়না। বন্যার পর এবার প্রথম একটি সংগঠন আমাদের বীজ ও সার দিয়ে সহযোগীতা করলো। বন্যার পানিতে ডুবে নষ্ট হওয়া ফসলি জমিতে এখন এই বীজ লাগাবো।
অনুষ্ঠানে মদাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, মদাতী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম, বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স প্রধান আব্দুল্লাহ জুলকারনাইন, ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দিদারুল ইসলাম ইমরান, অর্গানাইজিং সেক্রেটারি ইমরান উদ্দিন ফারুকি প্রমূখ।
উপজেলার মদাতী ইউনিয়নের চুয়েট অধ্যায়নরত সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আল আমিন ইসলামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
কেকে/এইচএস