টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শেখ রাসেল হলে মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক আবাসিক শিক্ষার্থীর সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) হল প্রভোস্ট ড. মো. আবু রাশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ঐ শিক্ষার্থীর নাম ও আইডি উল্লেখ করে বলা হয়, হলের অভ্যন্তরে মাদকদ্রব্য (গাজা) সেবনের দায়ে, অত্র হলে তার আসন স্থায়ীভাবে বাতিল করা হলো। আগামী ১২ ঘন্টার মধ্যে তাকে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হলো। সেখানে আরো বলা হয়, ভবিষ্যতে যে সকল আবাসিক শিক্ষার্থী একই অভিযোগে অভিযুক্ত হবে, তাদের বিরুদ্ধে হল প্রশাসন অনুরূপ ব্যবস্থা গ্রহন করবে।
উল্লেখ্য, গতকাল ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে হলের সমস্যা নিয়ে মতবিনিময় করেন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ । মতবিনিময় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবিগুলোর মধ্যে হলে মাদকদ্রব্য সেবন বন্ধের বিষয়েও দাবি জানান। এসময় শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর ও বিভিন্ন হলের প্রভোস্ট ও হাউজ টিউটরগণ উপস্থিত ছিলেন।