ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৪ লিটার চোলাই মদসহ মতিলাল গৌড়(৪৭) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। তার বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা গ্রামের পাট বাজারে। সে ওই এলাকার রামপ্রসাদ গৌড়ের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, প্বার্শ্ববর্তী গৌরিপুর উপজেলা থেকে চোলাই মদের একটি চালান নিয়ে বিক্রির উদ্দেশ্যে মতিলাল গৌড় ঈশ্বরগঞ্জ রওনা হয়েছে। পরে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম মতিলালকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার পাইভাকুরী এলাকার তালুকদার অটো রাইস মিল সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এসময় তাকে তল্লাশি করে তার সাথে থাকা ৭টি প্লাস্টিকের বোতলে ১৪ লিটার চোলাই মদ জব্দ করে পুলিশ। ১৪ লিটার চোলাইমদের আনুমানিক মূল্য ৪ হাজার ২০০ টাকা। পুলিশের জিজ্ঞাসাবাদে মতিলাল চোলাইমদসহ বিভিন্ন মাদককারবারিতে যুক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. ওবায়দুর রহমান বলেন, দেশের পটপরিবর্তনের পর ঈশ্বরগঞ্জে মাদককারবারিরা মাথাচাড়া দিয়ে উঠে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুযায়ী কাজ করছে থানা পুলিশ। এরই ধারাবাহিতায় বিশেষ অভিযান চালিয়ে মাদককারবারি মতিলাল গৌড়কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এজে