শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: কেউই যেন বঞ্চিত না থাকেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি: আদিলুর      ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ. লীগ: মির্জা ফখরুল      গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো       গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান      নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু      পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি      ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      
গ্রামবাংলা
মহাদেবপুরে সাফ জয়ী ফুটবলার আইরিন খাতুনের সংবর্ধনা
ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ)
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১:৩৪ পিএম  (ভিজিটর : ৮৭)
সাফ জয়ী আইরিনের হাতে সম্মাননা তুলে দেন হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক। ছবি: প্রতিনিধি

সাফ জয়ী আইরিনের হাতে সম্মাননা তুলে দেন হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক। ছবি: প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের সাগরইল মির্জাপুর গ্রামের কৃতি সন্তান সাফ জয়ী তারকা নারী ফুটবলার আইরিন খাতুনকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান উচ্চ বিদ্যালয় মাঠে হাতুড় ইউনিয়ন পরিষদ এর আয়োজন করে।

এ সময় এলাকার কৃতি সন্তানকে একনজর দেখার জন্য আশেপাশের অসংখ্য নারী-পুরুষ মাঠে ভীড় জমান। হাতুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইরিন খাতুনের সাথে তার মা ফিরোজা বেগম ও বাবা আব্দুল আলিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এলাকার জনপ্রিয় উপস্থাপক প্রভাষক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে তারকা ফুটবলার আইরিন খাতুনের হাতে হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক লাল গোলাপের তোড়া, মেডেল ও সম্মাননা স্মারক, ইউনিয়ন পরিষদের পক্ষে ১২ জন মেম্বার ত্রিশ হাজার টাকার চেক, গত নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের ধানের শীষের প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনির পক্ষে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতা শাহজাহান আলী, যুবদল নেতা মোর্শেদুল ইসলাম, আইনুল ইসলাম, শরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ ট্রফি, দুলাল হোসেন মিঠু গোল্ডেন বুট ও অন্যরা রজনীগন্ধ্যার স্টিক তুলে দিয়ে সংবর্ধনা জানান।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক বলেন, কৃতি সন্তান আইরিন স্কুলে পড়ার সময় অনেক দিন এই মাঠে ফুটবল খেলেছে। প্রায়ই সে অন্যদের নিয়ে ফুটবল প্রাক্টিস করতো। চেয়ারম্যান হিসেবে তিনি তাকে অনেকভাবে সহযোগীতা করেছেন এবং আগামীতেও আমাদের ফুটবলের উন্নয়নে তিনি কাজ করে যাবেন। জবাবে আইরিন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ফুটবল খেলায় সকলকে উৎসাহ দেন। এর আগে বিকেলে এই মাঠে এক প্রীতি ফুটবল প্রতিযোগীতার আয়োজন করা হয়। খেলায় পোরশার শিশা একাদশের বিরুদ্ধে নওগাঁ একাদশ ২-০ গোলে জয়লাভ করে।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   সাফ জয়ী ফুটবলার   আইরিন খাতুন   সংবর্ধনা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দৈনিক খোলা কাগজে সংবাদ প্রকাশ, সড়কে বাতি লাগানো শুরু
কেউই যেন বঞ্চিত না থাকেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি: আদিলুর
খুলনাকে হেসেখেলে হারাল রাজশাহী
মন্দিরের দরজা ভেঙে প্রতিমাসহ স্বর্ণের মুকুট চুরি
ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ. লীগ: মির্জা ফখরুল

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি
বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৪

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝