ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এমন দাবি করেছে কিয়েভের বিমান বাহিনী। ইউক্রেনের সঙ্গে মস্কোর যুদ্ধ শুরু হওয়ার পর পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অধিক শক্তিশালী এবং হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারা এ ধরনের অস্ত্র এই প্রথম ব্যবহার করেছে রাশিয়া। খবর রয়টার্স
কিয়েভের বিমান বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলার চালানোর পর মস্কো এই অস্ত্র ব্যবহার করেছে। এ ধরনের অস্ত্র ব্যবহার নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্কতা সত্ত্বেয় এ অস্ত্র ব্যবহার করায় গত ৩৩ মাস ধরে চলা যুদ্ধ নতুন মোড় নেবে।
ইউক্রেনের বিমান বাহিনীর অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) একটি কৌশলগত অস্ত্র এবং এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। তবে ক্ষেপণাস্ত্রে কোন ধরনের ওয়ারহেড ব্যবহার করেছে সে সম্পর্কে স্পষ্ট নয় ইউক্রেন। এছাড়া এ অস্ত্রটি পারমাণবিক কিনা সে সম্পর্কেও স্পষ্ট কিছু জানতে পারেনি কিয়েভ।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ডিনিপ্রোর কেন্দ্রীয় পূর্বাঞ্চলীয় শহরের গুরুত্বপূর্ণ এবং বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানায়নি বিমানবাহিনী। তবে আঞ্চলিক গভর্নর সেহরি লাইসাক বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় বাণিজ্যিক এলাকায় আগুন ধরে গেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দুই জন আহত হয়েছেন।
এছাড়া রাশিয়া কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং সাতটি কেএইচ-১০১ ক্রুইস ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে ছয়টি গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জনিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।
কেকে/এমআই