বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী শহিদ ‘আব্দুল কাইয়ুম’ নামে নতুন ক্যাম্পাসে আবাসিক হলের নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আরও দুটি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের ‘ছাত্র হল-০১’ এর নামকরণ করা হয়েছে ‘শহীদ আবদুল কাইয়ুম হল’। এছাড়া দুটি হলের নাম পরিবর্তন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪’ এবং শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘বিপ্লবী সুনীতি-শান্তি হল’ রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ঢাকায় মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আব্দুল কাইয়ুম। পরবর্তীতে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছাড়লে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটি হলের নাম পরিবর্তনসহ আব্দুল কাইয়ুমের নামে একটি হলের নামকরণ করার দাবি জানিয়ে আসছিল।
কেকে/এজে