শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ. লীগ: মির্জা ফখরুল      গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো       গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান      নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু      পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি      ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      
ধর্ম
জুমার দিন সবার আগে মসজিদে প্রবেশের ফজিলত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ১:১৭ পিএম  (ভিজিটর : ৮০)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈমান বা বিশ্বাসের পরই ইসলামের পাঁচ স্তম্ভের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে এ নামাজেরই। তার মধ্যেও অন্যমাত্রার মাহাত্ম্য দেওয়া হয়েছে জুমার নামাজকে। পবিত্র কুরআনে একটি স্বতন্ত্র সুরাই আছে ‘জুমা’ (জমায়েত) নামে। জুমার দিন এবং এই দিনের আমল সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। এককভাবে অন্য কোনো দিন বা দিনের নামাজ নিয়ে এত বর্ণনা আর পাওয়া যায় না।

কুরআন পাকের ৬২ নম্বর সুরা ‘জুমা’তে এই নামাজের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ বলছেন, ‘হে বিশ্বাসীরা! জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহকে মনে রেখে তাড়াতাড়ি করবে ও কেনাবেচা বন্ধ রাখবে। এ-ই তোমাদের জন্য ভালো; যদি তোমরা বোঝো।’ (সুরা জুমা, আয়াত: ৯)

অর্থাৎ, জুমার নামাজের আজান দেওয়ার পর সব বৈষয়িক কাজ স্থগিত রেখে নামাজ আদায় করার জন্য আল্লাহ সবাইকে মসজিদে কাতারবন্দী হওয়ার আদেশ দিয়েছেন।

এরপরের আয়াতেই বলা হয়েছে, ‘নামাজ শেষ হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে ও আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে এবং আল্লাহকে বেশি করে ডাকবে; যাতে তোমরা সফলকাম হও।’ (সুরা জুমা, আয়াত: ১০)

অর্থাৎ আল্লাহর হক আদায় করার মাধ্যমে আখিরাতের সম্পদ অর্জন করার পর আবার দুনিয়ার সম্পদ তথা স্বাভাবিক রুটিরুজির অন্বেষণে ছড়িয়ে পড়তে বলা হচ্ছে।

আমলের দিক থেকে আল্লাহ তাআলা যেসব দিনকে ফজিলত ও বৈশিষ্ট্যপূর্ণ করেছেন, জুমা তার অন্যতম। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথম মসজিদে হাজির হয়, সে যেন একটি উট কুরবানি করল; দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে, সে যেন একটি গরু কুরবানি করল; তৃতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল এবং সে যেন একটি ছাগল কুরবানি করল। অতঃপর চতুর্থ যে ব্যক্তি মসজিদে গেল, সে যেন একটি মুরগি সদকা করল। আর পঞ্চম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল, সে যেন একটি ডিম সদকা করল। এরপর ইমাম যখন বেরিয়ে এসে মিম্বরে বসে গেলেন খুতবার জন্য, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে খুতবা শুনতে বসে যায়। (বুখারি: ৮৮১)

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  জুমা   নামাজ   জুমার ফজিলত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

খুলনাকে হেসেখেলে হারাল রাজশাহী
মন্দিরের দরজা ভেঙে প্রতিমাসহ স্বর্ণের মুকুট চুরি
ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ. লীগ: মির্জা ফখরুল
ক্যান্সারে পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নুর আলম
গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি
বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৪
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝