গোপালগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এমএইচ খান মঞ্জু শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টায় শহরের লঞ্চঘাট এলাকায় লিফলেট বিতরণ শুরু করেন। দুই ঘণ্টা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে লিফলেট বিতরণ শেষ হয়।
এ সময় সাবেক এমপি এম এইচ খান মঞ্জু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামীদিনে যদি আল্লাহ ক্ষমতায় আনেন তাহলে তিনি ৩১ দফা বাস্তবয়ন করবেন। আমাদের জাতির জন্য ভবিষৎ প্রজন্মের জন্য এমন একটা অবস্থা হবে যে, আর কেউ কখনও কোন অন্যায় করার সাহস পাবে না। আমাদের ছাত্রদের আর জীবন দিতে হবে না। আমাদের রাস্তায় আর সংগ্রাম করতে হবে না।
এসময় গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর অহিদুল হক মোল্লা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এসএম সুমন, বিএনপি নেতা মেহেদী হাসান, ঝান্টু খান’সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কেকে/এমআই