রাজধানীর মোহাম্মদপুর নবীনগর হাউজিং ৪ নাম্বার রোডের বাইতুল আবরার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী। এ সময় তিনি বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান।
শুক্রবার (২২ নভেম্বর) ১২ টা ৩০ মিনিটে মসজিদে প্রবেশ করেন। এ সময় আতাউর রহমান ঢালীর সাথে মোহাম্মদপুর এলাকার মুসলিম উম্মাহ মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মোলাকাত করেন তিনি।
মাটি ও মানুষের এই নেতা আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হবেন ঢাকা-১৩ আসন থেকে।
নবীনগর হাউজিং এলাকায় মুসল্লিদের সাথে জুমার নামাজ শেষে হাউজিং অফিসে যান তিনি। এ সময় হাউজিংয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন হাউজিংয়ে বসবাস করা স্থানীয় ও বাড়ির মালিক সমিতির লোকজন। বিশেষ করে হাউজিংয়ের রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা তুলে ধরেন তারা। এ সময় প্রবীন নেতা আতাউর রহমান ঢালী অতিদ্রুত তাদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর হাউজিং মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান, আদাবর থানা বিএনপির সদস্য সচিব, আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক কামাল হোসেন সরকার, ১০০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সিকদার, আদাবর থানা যুবদল নেতা সজিব আহমেদ রানা।
আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সভাপতি আলী কায়সার পিন্টুসহ ওয়ার্ড ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমূখ।
কেকে/এমআই