শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম      শমী কায়সারের ব্যাংকের সবধরনের হিসাব তলব      যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ      লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন      ডিএমপির ১২ ডিসিকে বদলি      
রাজনীতি
আন্দোলনের শহিদদের জাতীয় বীর ঘোষণা দিতে হবে: সেলিম উদ্দীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮:৪৬ পিএম  (ভিজিটর : ৭৭)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা দিতে অন্তবর্তী সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ সেলিম উদ্দীন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটিতে জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে দোয়া ও প্রীতি সমাবেশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

মুহাম্মদ সেলিম উদ্দীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা দিতে অন্তবর্তী সরকারের কাছে জোর আহবান জানিয়ে বলেন, শহীদদের রক্তের ওপর দিয়ে এ সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু আফসোস আজ পর্যন্ত শহিদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেয়নি। এমনকি শহিদদের পূর্ণাঙ্গ তালিকা পর্যন্ত প্রকাশ করতে পারেনি। যারাই আগামীতে ক্ষমতায় আসবেন তাদেরকে শহিদদের রক্তের মর্যাদা দিয়েই ক্ষমতায় আসতে হবে এবং টিকে থাকতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শহিদদের পরিবারের সদস্যরা যেন উন্নত জীবন-যাপনের অভাবে কোনরূপ কষ্ট না পান তা সরকারকে নিশ্চিত করতে হবে। বাজারে জিনিসপত্রের দাম জনগণের নাগালের ভিতরে নিয়ে আসার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান। সমাজে সকল প্রকার বৈষম্য দূর না হওয়া পর্যন্ত ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে চূড়ান্ত লড়াই চালিয়ে যাওয়ার তিনি দীপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় আমরা একটি মানবিক ইউনিভার্সিটি ও মানবিক বাংলাদেশ চাই উল্লেখ করে তিনি সেই মানবিক দেশ গড়ার আন্দোলনে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ সমাজের সচেতন মহলকে এগিয়ে আসারও আহবান জানান তিনি।

শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে এ দোয়া ও প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব।

সভাপতির বক্তৃতায় প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শহিদ শাকিল হোসেন ও আহনাফ আবির আশরাফুল্লাহসহ সকল শহিদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, পতিত সরকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ছিনতাই করে নিয়ে গিয়েছিল। শহিদদের রক্তের বিনিময়ে তা আবার আমরা ফিরে পেয়েছি। তাই দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত এক দল আদর্শবান ও প্রশিক্ষিত মেধাবী প্রজন্ম উপহার দেয়ার যে লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল তা বাস্তবায়নে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সবাইকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শহিদ শাকিল হোসেনের বাবা বেলায়েত হোসেন প্রমুখ।

প্রীতি সামাবেশ শেষে আন্দোলনে শহিদদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয়।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

অভিনেত্রী নিপুণকে সিলেট বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ
তীব্র শীতে কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি
ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য
বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও
ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’র অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি

সর্বাধিক পঠিত

লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
গঙ্গাচড়ায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি
বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৪

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝