শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাবের’ উদ্যোগে উদ্বোধন করা হয়েছে মাস্টারমাইন্ড ২.০ ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’।
শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
উপ-উপাচার্য বলেন, সাস্ট ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের মেধার বিকাশে কাজ করে যাচ্ছে। যার অংশ হিসেবে সংগঠনটি ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকে। পড়াশোনার পাশাপাশি এসব সৃজনশীল কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধিতে সহযোগিতা করবে।
এ সময় ন্যাশনাল কেস কম্পিটিশন আয়োজন করায় ক্যারিয়ার ক্লাবের ধন্যবাদ জানিয়ে এ ধরণের প্রোগ্রাম আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন উপ-উপাচার্য।
এদিন অনুষ্ঠানের প্রথমেই শাবিপ্রবি শিক্ষার্থী জেমিমা জামান সিলিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য নিয়ে আসেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন- জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাদমান সাদিক। এ সময় তিনি কেইস কম্পিটিশনে কি কি বিষয়ে গুরুত্ব দিতে হবে সেগুলো তুলে ধরেন। পাশাপাশি ইনোভেটিভ আইডিয়া শেয়ার করা শিক্ষার্থীদের মধ্যে বই উপহার দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত হয় সিস্টিম প্রেজেন্ট: ‘ক্যারিয়ার নোজ নো জেন্ডার’ যার মূল উদ্দেশ্য নারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার ঘটানো। এ পর্বে বক্তব্য রাখেন- অইসিডিডিআরবি প্রোডাকশন অফিসার তানজিনা তানিয়া ও সিনিয়র রির্সাচ অফিসার জেনিফার কাইয়ুম অমি।
সার্বিক বিষয়ে সাস্ট ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাবরিনা আফরোজ মিতু বলেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান, সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, পলিসি এনালিস্ট এন্ড ক্লাস্টার হেড অব ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট মো. আফজাল হোসেন সরওয়ার এবং জয়েন্ট প্রজেক্ট ডিরেক্টর মোল্লা মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সাস্ট ক্যারিয়ার ক্লাবের ১১তম কার্যনির্বাহী কমিটির উদ্যোগে গত ২৫ অক্টোবর শুরু হয় কম্পিটিশনের রেজিস্ট্রেশন, যা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। যেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪১০ টাকা এবং মোট প্রাইজমানি রাখা হয়েছে ১ লক্ষ টাকা।
কেকে/এজে