শনিবার, ১১ জানুয়ারি ২০২৫,
২৮ পৌষ ১৪৩১
বাংলা English

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
শিরোনাম: মাইনাস টুর আশা পূরণ হবে না: আমীর খসরু      অন্তর্বর্তী সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে পারছে না: সাইফুল হক      ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশা      থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি ক্লোজড      টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার      দায়িত্ব ভাগাভাগি-সমতার মাধ্যমে উন্নত বিশ্ব গড়া সম্ভব: রিজওয়ানা হাসান      কেউই যেন বঞ্চিত না থাকেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি: আদিলুর      
গ্রামবাংলা
রংপুরে মুদি দোকানি হত্যাচেষ্টা: ধরা ছোয়ার বাইরে আসামিরা
রংপুর অফিস :
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৯:১৮ পিএম  (ভিজিটর : ৯৬)
ফাইল ছবি

ফাইল ছবি

রংপুর নগরীর কলেজ রোডের  চারতলা মোড়ে সংঘটিত মুদি ব্যবসায়ী বেলাল হোসেন বিপ্লবকে হত্যা চেষ্টার এক মাসেও মূল দুই আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি  রংপুর মেট্রোপলিটন  কোতয়ালী থানা পুলিশ। উল্টো  মামালা তুলে নিতে ভিকটিমের পিতা মামলার বাদীকে বিভিন্ন ধরনের হুমকি দেয়ার আভিযোগ উঠেছে আসামীদের বিরুদ্ধে।


এ নিয়ে এলাকার সাধারণ ব্যবসায়ী ও মানুষজনের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সচেতন এলাকাবাসী মামালার প্রধান দুই আসামী অনিক ও অন্তরকে দ্রুত গ্রেফাতার সহ জড়িত সকল আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছেন। 

মামলা সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর সকাল ১১ টায় রংপুর নগরীর ২৭নং ওয়ার্ডধীন আলমনগর কলোনীর মনিরুজ্জামান বাবলু ও তার ছেলে বেলাল হোসেন বিপ্লব এর চারতলা মোড়স্থ "বেলায়েত স্টোর" নামক মুদি দোকানে পূর্বের টাকা পরিশোধ না করে আবারও বাকীতে মালামাল চান পার্শ্ববর্তী খামার বনানী পাড়া এলাকার আওয়ামী রাজনীতি ঘরানার প্রভাবশালী আব্দুল বাতেন। সে সময় বেলাল হোসেন বাকীতে মালামাল দিতে অস্বীকৃতি জানায়। এতে আব্দুল বাতেন ক্ষিপ্ত হয়ে উঠে ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকী দিয়ে চলে যায়। এরই ধারাবাহিকতায় পরের দিন গত ৮ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় মুল পরিকল্পনাকারী আব্দুল বাতেনসহ তার দুই ছেলে অনিক ও অন্তরের নেতৃত্বে লিমন, রফিক, রাকিব, আনারুল ও বিপ্লব সহ ৮ থেকে ১০ জনের একটি দল লোহার রড, ছোরা, চাপাতি সহ মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে কলেজ রোডের চারতলা মোড়ের বেলায়েত স্টোরের সামনে গিয়ে  মুূদি দোকানী বেলাল হোসেন বিপ্লবকে আব্দুল বাতেনের হুকুমে দোকান থেকে টেনে হিঁচড়ে বের করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিয়ে হত্যা চেষ্টা  চালান। এ সময় বেলালের মাথায় গুরুত্বর কাটা যখম সহ মাথার খুলি ফাটা যখম হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান।  পরে খবর পেয়ে আশপাশের ব্যবসায়ীগণ বেলালকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।পরবর্তীতে ছেলেকে হত্যা চেষ্টা ও দোকানের টাকা লুটপাটের ঘটনায় বেলালের পিতা অসহায় মনিরুজ্জামান বাবলু গত ২১ অক্টোবর  রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় অভিযুক্ত আব্দুল বাতেন, অনিক, অন্তরসহ মোট ৮ জনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। 

এদিকে মামলা দায়েরের পর ২ ও ৩ নং আসামী ছাড়া হুকুমদাতা আব্দুল বাতেনসহ অপর ছয়জন আসামি রংপুর বিজ্ঞ আদালত থেকে আগাম জামিন নেন। জামিন নিয়ে  এখন মামলা প্রত্যাহারের জন্য ভিক্টিম বেলালের বাবা ও মামলার বাদী অসহায় মনিরুজ্জামান বাবলু ও তার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া অব্যাহত রেখেছেন। ফলে বর্তমানে অসহায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছেন। 

অভিযোগ উঠেছে, মুদি ব্যবসায়ী বেলালকে হত্যা চেষ্টাকারী দুর্ধর্ষ ও প্রভাবশালী আব্দুল বাতেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাব বিস্তার করে বরেন্দ্র বহুমুখী প্রকল্পের কাজ ভাগিয়ে নিয়ে রাতারাতি  অনেক অবৈধ টাকার মালিক হয়েছেন। 

মামলার বাদী মনিরুজ্জামান বাবলু সাংবাদিকদের জানান,  তার ছেলে বেলালের অবস্থা ভাল না, অনেক সময় মাথা কাজ করছেনা, এক কথায় পাগলের মত অবস্থা তার ছেলের। তার অভিযোগ, জামিন না নেয়া ২ আসামীকে পুলিশ এখনও গ্রেফতার করছে না এবং প্রভাবশালী আব্দুল বাতেনের হুমকি ধামকীতে বর্তমানে ঠিকমত মুদি ব্যবসাও করতে পারছেন না তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার  সাব -ইন্সপেক্টর (নিরস্ত্র) সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, পলাতক থাকায় ওই দুই আসামীকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে তাদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

কেকে/এইচএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মাইনাস টুর আশা পূরণ হবে না: আমীর খসরু
লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিলনমেলা
বাড়ন্ত শিশুর রিকেট কেন হয়
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী অভিযান
শুরু হলো আইটিইটি ক্রিকেট টুর্নামেন্টের আসর

সর্বাধিক পঠিত

ক্যান্সারে পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নুর আলম
শাবিপ্রবির চট্টগ্রাম ফোরামের সভাপতি ধ্রুব, সম্পাদক শান
কাউনিয়ায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
দৈনিক খোলা কাগজে সংবাদ প্রকাশ, সড়কে বাতি লাগানো শুরু
থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি ক্লোজড

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝