রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রয়োজনে মহাসমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে গণসমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে জেলা ও উপজেলার নেতাকর্মীরা দুপুর থেকে লালদীঘিতে জমায়েত হতে শুরু করে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নুরু বলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে। ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না।
চট্টগ্রাম থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশের কথা বলেন নুরু।
কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে নুরুল হক বলেন, যার যার রাজনীতি করুন কিন্তু আওয়ামী লীগ নিয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। দেশের টেন্ডার, দখল ও চাঁদাবাজি আগের মতোই আছে, শুধু হাতবদল হয়েছে দাবি করে বলেন, সিস্টেম পরিবর্তন হয়নি। তা পরিবর্তন করে কাজ করবে গণঅধিকার পরিষদ।
রাষ্ট্রের সংস্কার করেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান গণঅধিকার পরিষদের নেতারা। সমাবেশে সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য দেন।
কেকে/এইচএস