গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু ও হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক নাফিসা আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন। এতে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিতে পুলিশ, পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের রাখা হয়েছে বলে জানা গেছে।
কেকে/এমআই