রাজধানীর মোহাম্মদপুরে লালমাটিয়া স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও লালমাটিয়া যুব সংঘের আয়োজনে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৩ নভেম্বর) বেলা ১২ টায় লালমাটিয়া সোসাইটি স্কুল এন্ড কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি মহাসচিব মোস্তফা জামান মোস্তফা, সাবেক ছাত্র ও যুবদল নেতা মনিরুজ্জামান মনির।এসময় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ওয়াহিদুজ্জামান ইরান, শেরে বাংলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ জামাল বাবু, আদাবর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক শাকিল মোল্লা শাফি, মোহাম্মদপুর থানা যুবদল নেতা শফিউল্লাহ সরকার লিটনসহ আদাবর থানা জাতীয়তাবাদী বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সভাপতি জাহিদ হোসেন মোড়ল।
অনুষ্ঠান শেষে যুব সমাজের প্রতি আতাউর রহমান বলেন, আমরা মোহাম্মদপুর এলাকায় কোনো সন্ত্রাস কিশোর গ্যাং দেখতে চাইনা। আসুন সবাই মিলে একটি সুষ্ঠ সমাজ গড়ে তুলি। আপনারা খেলাধুলা করেন, সমাজকে বদলে দিন। আগামীতে আপনারাই দেশের ভবিষ্যৎ। সুন্দর দেশ গড়তে আপনাদের প্রয়োজন।
কেকে/এইচএস