নালিতাবাড়ীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৩ জনের কারাদন্ড
মেহেদী হাসান সাকিব, নালিতাবাড়ী (শেরপুর)
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৫:২৯ পিএম (ভিজিটর : ১১৩)
ছবি: সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ বালু ব্যবসায়ী ও অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের দায়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। এর আগে শুক্রবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের গড়কান্দা এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের দায়ে ময়মনসিংহ সদর উপজেলার উইনারপাড় চুরখাই এলাকার বাসিন্দা শামীম মিয়া (২৮) ও দীপু মিয়া (২৫) কে ১৫ দিন এবং নালিতাবাড়ী উপজেলার নিজপাড়া এলাকার অবৈধ বালু ব্যবসায়ী নূর হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৩০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, যারা অবৈধভাবে বিভিন্ন খনিজ সম্পদ কিংবা বালু উত্তোলন, পরিবহন ও ব্যবসার সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
কেকে/এমএস