আলোচিত যুবলীগ নেতা সম্রাটের অন্যতম সহযোগী মাহিন জামান সুনুম (২৭) কে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
আজ শনিবার (২৩ নভেম্বর) সকালে টঙ্গী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকার মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালানোর ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাহিন জামান সুনুম টাঙ্গাইল জেলা সদরের আকুর ঠাকুর পাড়া এলাকার এস এম কামরুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার মিরপুরে ছাত্রদের উপর গুলি চালানোর ফুটেজ দেখে মাহিনকে গ্রেফতার করা হয়। সে টঙ্গীর মধুমিতা এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে মাহিনকে গ্রেফতার করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কায়সার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে। গাজীপুরের গাছা থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
কেকে/এমএস